যদি এখনও আপনার PAN Card (Permanent Account Number) আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে লিঙ্ক না করে থাকেন, তবে এখনই সতর্ক হোন। ইতিমধ্যে কেন্দ্র সরকার বিভিন্ন সময় আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার কথা বলেছিলেন। অনেকেই লিংক করিয়েছে এবং অনেকেই এখনো পর্যন্ত লিঙ্ক করায়নি। এবার কেন্দ্র সরকার বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক নেই তাদের এবার সমস্যাই পডতে হবে কারণ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আপনার প্যান কার্ড সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
আয়কর দফতরের (Income Tax Department) পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নাগরিক ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করবেন না, তাদের প্যান নম্বর স্বয়ংক্রিয়ভাবে অকেজো হয়ে যাবে।

কেন গুরুত্বপূর্ণ PAN Card লিঙ্ক করা
প্যান কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়— এটি হলো আপনার আর্থিক পরিচয়ের মূল চাবিকাঠি। অর্থনৈতিক লেনদেনের জন্য প্যান কার্ড অবশ্যই প্রয়োজন। ট্যাক্স প্রদান, আয়কর রিটার্ন, ব্যাংক লেনদেন, ইনভেস্টমেন্ট, এমনকি প্রপার্টি কেনা-বেচা— সবকিছুতেই প্যান নম্বর অপরিহার্য। তাই আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আর্থিক লেনদেন থেকে শুরু করে যে কোন অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন।
আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিকবার সময়সীমা বাড়ানো সত্ত্বেও অনেকেই এখনও আধার-প্যান লিঙ্ক করেননি। এবার এটাই চূড়ান্ত সময়সীমা, এবং ৩১ ডিসেম্বর ২০২৫-এর পর আর কোনো সময় বাড়ানো হবে না। যদি এখনো কেউ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে তার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং পুনরায় তাকে আবার নতুন করে প্যান কার্ড বানাতে হবে।
প্যান কার্ড লিঙ্ক না করলে কী হবে?
যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে নিচের সমস্যাগুলির মুখোমুখি হতে হবে:
1. আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, ফলে আয়কর রিটার্ন ফাইল করা যাবে না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।
2. পূর্ববর্তী বছরের রিটার্ন প্রসেস হবে না, এমনকি বকেয়া রিফান্ডও বন্ধ হয়ে যাবে। এর ফলে নতুন করে আবার সমস্ত কাজকর্ম করতে হবে।
3. নিষ্ক্রিয় প্যান থাকলে উচ্চ হারে ট্যাক্স কাটা হবে (TDS/TCS) এবং আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না।
4. বিভিন্ন আর্থিক লেনদেনে প্যান ব্যবহার করা সম্ভব হবে না — অর্থাৎ ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা ডিম্যাট অ্যাকাউন্টেও জটিলতা দেখা দেবে।
অতএব, সময়মতো এই কাজটি সেরে ফেলাই বুদ্ধিমানের।
কীভাবে করবেন PAN-Aadhaar লিঙ্ক
প্যান ও আধার লিঙ্ক করার প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন, এবং এটি করতে কয়েক মিনিটের বেশি সময় লাগে না। নিচের ধাপগুলো অনুসরণ করুন —
1️⃣ ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যান 👉 www.incometax.gov.in
2️⃣ হোমপেজে Quick Links সেকশনে গিয়ে “Link Aadhaar” অপশনে ক্লিক করুন।
3️⃣ এবার আপনার ১০-ডিজিটের PAN ও ১২-ডিজিটের Aadhaar নম্বর লিখুন।
4️⃣ আধারে যেভাবে নাম লেখা আছে, ঠিক সেইভাবেই নাম দিন।
5️⃣ “I agree to validate my Aadhaar details” বক্সে টিক দিন এবং সাবমিট করুন।
6️⃣ যদি সময়সীমা পার হয়ে যায় (৩১ ডিসেম্বরের পর), তাহলে আপনাকে ₹1000 টাকার জরিমানা দিতে হবে।
জরিমানা প্রদানের প্রক্রিয়া (E-Pay Tax)
- ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে গিয়ে “E-Pay Tax” অপশন বেছে নিন।
- প্যান নম্বর, মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন করুন।
- Assessment Year 2025-26 নির্বাচন করুন।
- “Fee for delay in linking PAN with Aadhaar” অপশন বেছে নিয়ে ₹1000 টাকার ফি পরিশোধ করুন।
- নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা UPI— যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
- পেমেন্ট সম্পন্ন হলে চালান নম্বর সংরক্ষণ করুন।
- এরপর আবার “Link Aadhaar” সেকশনে ফিরে গিয়ে প্যান ও আধার নম্বর লিখে OTP দিয়ে ভেরিফাই করুন।
- কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার PAN-Aadhaar সফলভাবে লিঙ্ক হয়ে যাবে।
লিঙ্ক করার সুবিধা
প্যান ও আধার একসঙ্গে যুক্ত থাকলে কর প্রদানের পুরো প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ হয়। এতে ডুপ্লিকেট প্যান, আর্থিক প্রতারণা, ও জালিয়াতি রোধ করা সম্ভব হয়। একই সঙ্গে সরকারও নাগরিকদের আর্থিক তথ্য সহজে যাচাই করতে পারে।
যারা এখনও তাদের Aadhaar-PAN Link সম্পন্ন করেননি, তাদের জন্য এটি শেষ সুযোগ।
৩১ ডিসেম্বর ২০২৫-এর পর লিঙ্ক না করলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে — ফলে আপনার ব্যাংকিং, ট্যাক্স ও লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ হয়ে যেতে পারে।
তাই এখনই ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে প্যান ও আধার লিঙ্ক করুন, এবং নিজের আর্থিক পরিচয়কে সক্রিয় রাখুন।

Our team has been engaged in professional content writing for the past 5 years. With extensive experience in creating high-quality, SEO-friendly, and reader-focused articles, we specialize in delivering accurate information on government schemes, education, jobs, technology, and news updates. Our goal is to provide clear, reliable, and engaging content that adds real value to readers while maintaining the highest editorial standards.
