গরিব ও মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফোটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে একদম ২৫ বছর পর্যন্ত বিদ্যুৎ ফ্রী দিবে সরকার। এবার থেকে BPL (Below Poverty Line)EWS (Economically Weaker Section) শ্রেণিভুক্ত পরিবাররা আগামী ২৫ বছর পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন। রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা ঘোষণা করেছে এই প্রকল্পটি, যা “স্বয়ংপূর্ণা আবাসিক স্মার্ট প্রকল্প” নামে পরিচিত।

প্রকল্পের মূল লক্ষ্য

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো – দরিদ্র পরিবারের আর্থিক চাপ কমানো ও পরিষ্কার শক্তি ব্যবহারে উৎসাহ দেওয়া। এর ফলে অনেক পরিবার ভীষণভাবে সুযোগ সুবিধা পাবেন। প্রতিটি পরিবারের ছাদে স্থাপন করা হবে ১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, যার মাধ্যমে সেই পরিবার নিজের বিদ্যুৎ উৎপাদন করবে। এই উদ্যোগে কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়েই যৌথভাবে অর্থায়ন করছে। এর ফলে প্রতিটি পরিবার ভীষণভাবে উপকৃত হবেন। মোট বরাদ্দ হয়েছে প্রায় ৬৫৫ কোটি টাকা, যা দিয়ে প্রায় ৫ লক্ষ পরিবারের ঘরে পৌঁছাবে এই পরিষেবা। আপনিও যদি এই সুবিধা নিতে চান তাহলে অবশ্যই সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কারা এই সুবিধা পাবেন?

এই প্রকল্পের আওতায় থাকবেন—

  • প্রায় ১.৫৪ লক্ষ BPL পরিবার,
  • প্রায় ৩.৪৫ লক্ষ EWS পরিবার,
    যারা প্রতি মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন

এছাড়াও, তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) শ্রেণির নাগরিকরাও বিশেষ ভর্তুকি পাবেন।

বাড়ির ছাদে বসবে সোলার প্যানেল

প্রতিটি যোগ্য পরিবারের বাড়িতে বসানো হবে ১ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল। এই প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে পুরো পরিবারের প্রয়োজন মিটবে। এর ফলে আর আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না। সবচেয়ে বড় সুবিধা হলো — যদি কারো উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার না হয়, তাহলে সেই অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে বিক্রি করে আয় করা যাবে

কত ভর্তুকি মিলবে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী —

  • কেন্দ্র সরকার দেবে ৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি।
  • রাজ্য সরকার দেবে আরও ১৭,৫০০ টাকা পর্যন্ত সহায়তা।
  • SC/ST পরিবারগুলো পাবে অতিরিক্ত ১৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা।

এর ফলে প্রকল্পের মূল খরচের বড় অংশ সরকার বহন করবে, ফলে ভোক্তাদের ব্যয় প্রায় শূন্যে নেমে আসবে।

 অতিরিক্ত বিদ্যুৎ মানে অতিরিক্ত আয়

এই উদ্যোগ শুধুমাত্র বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া নয়, বরং সাধারণ মানুষকে অতিরিক্ত আয়ের সুযোগ করে দিচ্ছে। এর ফলে আর বিদ্যুতের বিল দিতে হবে না পরিবারকে।যদি কোনো পরিবারের সৌর উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বেশি হয়, তাহলে সেই অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে অর্থ উপার্জন করা যাবে। এভাবে পরিবারগুলো স্বনির্ভর হতে পারবে এবং বিদ্যুৎ খরচ থেকে মুক্তি পাবে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার গুলো ভীষণভাবে উপকৃত হবেন। এরপর থেকে আর বিদ্যুতের বিল দিতে হবে না কোন পরিবারকে। যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটি আপনারা এখান থেকেই মেটাতে পারবেন।

প্রকল্পের নাম ও বাস্তবায়ন সংস্থা

এই উদ্যোগের নাম “স্বয়ংপূর্ণা আবাসিক স্মার্ট প্রকল্প” (Swayampurna Residential Smart Scheme)। এটি বাস্তবায়ন করছে রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড (MSEDCL)। এটি বাস্তবায়ন হলে রাজ্যে প্রচুর পরিমাণে বিদ্যুতের খরচ কমবে। প্রকল্পটি ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় চালু করা হবে।

পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকেও পদক্ষেপ

এই প্রকল্প কেবল দরিদ্র পরিবারের বিদ্যুৎ সমস্যা সমাধান করছে না, বরং রাজ্যকে পরিষ্কার শক্তির পথে এগিয়ে দিচ্ছে। এর ফলে পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবহার করতে পারবে সকলেই এবং বিনা খরচে। সূর্যশক্তি ব্যবহারে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে, পরিবেশ দূষণ কমবে এবং দীর্ঘমেয়াদে রাজ্য হবে গ্রিন এনার্জি রাজ্য

রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলছেন, “বিনামূল্যে বিদ্যুৎ পেলে গৃহস্থের বড় সঞ্চয় হবে। আর বিদ্যুৎ বিক্রি করে সামান্য আয়ও করা গেলে তা পরিবারের জন্য আশীর্বাদ।”