বর্তমান যুগে উচ্চশিক্ষা মানেই প্রচুর খরচ। তবে আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চান আপনার চিন্তা নেই এবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথভাবে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা করছে। বইপত্র, ভর্তির ফি, কোচিং, প্রোজেক্ট–সব মিলিয়ে অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট। অনেকেই পড়াশোনায় ভালো ফল করার পরেও টাকার অভাবে স্বপ্ন পূরণ করতে পারে না। তবে আপনার আর অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে হবে না এবার কেন্দ্র সরকার সহ রাজ্য সরকার দিচ্ছে মোটা অংকের স্কলারশিপ। ঠিক এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হয়েছে SC/ST/OBC Scholarship 2025, যা তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান করে।

এই স্কিমের মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়া শিক্ষার্থীরা সর্বোচ্চ ₹৪৫,০০০ থেকে ₹৪৮,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। অর্থাৎ, যারা পড়াশোনার খরচের কথা ভেবে পিছিয়ে থাকতেন, তাদের জন্য এটি হয়ে উঠেছে আশার আলো।

স্কলারশিপটি চালুর মূল উদ্দেশ্য

SC/ST/OBC Scholarship 2025 চালুর প্রধান লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়কে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা। বহু বছর ধরে SC, ST এবং OBC শ্রেণীর ছাত্রছাত্রীরা নানা সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষা গ্রহণে সমস্যায় পড়ে। তাদের পাশে দাঁড়াতেই এই আর্থিক সহায়তা প্রকল্প। এবার এই সমস্ত ছাত্র-ছাত্রীদের যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই জন্য আর্থিক সহায়তা করা হবে।

এই স্কিমের মূল উদ্দেশ্যগুলো হলো—

  • যাতে কেউ অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়
  • পিছিয়ে থাকা সম্প্রদায়ের শিক্ষার হার বৃদ্ধি করা
  • উচ্চশিক্ষায় ভর্তির সুযোগকে সহজ করে তোলা
  • শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নতিতে দীর্ঘমেয়াদি সাহায্য করা
  • দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নত করা

স্কলারশিপের অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, ফলে তা সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ।

SC/ST/OBC Scholarship 2025-এর প্রধান বৈশিষ্ট্য

এই স্কলারশিপটি ভারত সরকারের Social Justice & Empowerment মন্ত্রকের আওতায় পরিচালিত হয়। অনেকেই একে OASIS Scholarship নামেও চেনেন।

  • এটি শুধুমাত্র SC, ST ও OBC সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। এক্ষেত্রে যাদের এই সার্টিফিকেট পেয়েছে তারা আবেদন জানাতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই রেগুলার শিক্ষার্থী হতে হবে (ডিস্টেন্স এডুকেশন গ্রহণকারীরা যোগ্য নন)।
  • স্বীকৃত সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • কোর্স অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারিত।
  • স্কলারশিপের অর্থ বছরে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

কত টাকা আর্থিক সহায়তা মিলবে?

কোনো ছাত্র কোন ক্লাসে পড়ছে তার উপর ভিত্তি করে স্কলারশিপের পরিমাণ পরিবর্তিত হয়। মোট আর্থিক সহায়তার পরিমাণ নিচের মতো—

শিক্ষার স্তর বার্ষিক স্কলারশিপ
মাধ্যমিক (Class 9-10) ₹12,000
উচ্চমাধ্যমিক (Class 11-12) ₹18,000
স্নাতক / স্নাতকোত্তর ₹45,000 – ₹48,000

এই অর্থ পড়াশোনার বিভিন্ন খরচ যেমন টিউশন ফি, এক্সাম ফি, হোস্টেল খরচ, বই-পত্র–সব জায়গায় ব্যবহার করা যায়।

যোগ্যতার মানদণ্ড: কারা আবেদন করতে পারবেন?

স্কলারশিপের সুবিধা পেতে হলে কয়েকটি মৌলিক শর্ত মানতে হবে—

  1. এখানে আবেদন জানাতে ইচ্ছুক অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এমনকি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. অবশ্যই SC / ST / OBC কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
  3. আবেদনকারীকে রেগুলার পড়াশোনা করতে হবে।
  4. পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ লক্ষ টাকার কম হতে হবে
  5. সর্বশেষ পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
  6. শিক্ষার্থীর নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া (Online Application Process)

SC/ST/OBC Scholarship 2025-এর আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যায়। আবেদন করার ধাপগুলি হলো—

১. অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন

সরকারি ওয়েবসাইট: https://oasis.gov.in

২. রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

এখানে আবেদনকারীর প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন- নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেলা, কাস্ট ক্যাটাগরি ইত্যাদি সিলেক্ট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে।

৩. লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন

রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে লগইন করে মূল ফর্মটা ফিলাপ করতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় যে আইডি–পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটি দিয়ে লগইন করুন এবং পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।

৪. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

সমস্ত সার্টিফিকেট স্ক্যান কপি আকারে আপলোড করতে হবে।

৫. ফাইনাল সাবমিট ও কলেজে ভেরিফিকেশন

অনলাইনে সাবমিট করার পর প্রিন্টআউট নিয়ে কলেজ বা প্রতিষ্ঠান থেকে ভেরিফাই করাতে হবে।

যে সমস্ত ডকুমেন্ট লাগবে

আবেদনের জন্য নিচের ডকুমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ—

  • SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
  • অ্যাডমিশন/ভর্তি রশিদ
  • আধার কার্ড
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
  • সিগনেচার স্ক্যান কপি

এটি শুধু শিক্ষার্থীকে নয়, পুরো সমাজকেই এগিয়ে নিতে সাহায্য করে। কারণ একজন ভালো স্টুডেন্ট যদি উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো কোন চাকরি করতে পারে তাহলে তার পাশাপাশি সমাজেরও উন্নতি হবে। SC/ST/OBC Scholarship 2025 হলো এমন একটি প্রকল্প যা দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম। উচ্চশিক্ষায় আর্থিক প্রতিবন্ধকতা দূর করে তাদের আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই স্কিমটি ইতিমধ্যেই গুরুত্ব অর্জন করেছে।

আপনি বা আপনার পরিবারের কেউ যদি SC/ST/OBC সম্প্রদায়ভুক্ত হন এবং যোগ্যতা পূরণ করেন, তাহলে আর অপেক্ষা না করে আজই সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন—
https://oasis.gov.in

শিক্ষাই পারে জীবনের বাঁধা দূর করতে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।