ডিজিটাল ইন্ডিয়ার যুগে জন্মের মুহূর্ত থেকেই নাগরিকদের পরিচয় ও নথি ব্যবস্থাকে আধুনিক ও নির্ভুল রাখতে কেন্দ্র সরকার জন্ম শংসাপত্র ও আধার কার্ডকে একত্রিত করার নতুন ব্যবস্থা চালু করেছে। ফলে এখন নবজাতকের জন্ম রেজিস্ট্রেশন থেকে শুরু করে বড় শিশু বা প্রাপ্তবয়স্কদের জন্ম শংসাপত্রেও সহজেই আধার নম্বর লিঙ্ক করা সম্ভব। তাই আপনি যদি এখনো আধার লিঙ্ক না করে থাকেন তাহলে খুব সহজেই আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এই কাজটি আপনি ঘরে বসে নিজে নিজেও করতে পারবেন অনলাইনের মাধ্যমে।অনেক অভিভাবক ও নাগরিক এখন জানতে চাইছেন—“জন্ম শংসাপত্রের সঙ্গে আধার কার্ড কীভাবে যুক্ত করব?”প্রক্রিয়া এখন পুরোপুরি অনলাইন, ঝামেলাহীন এবং দ্রুত।

এই রিপোর্টে থাকছে—জন্মের সময় লিঙ্কিং কীভাবে হয়, পুরোনো জন্ম শংসাপত্রে আধার কীভাবে জুড়তে হয়, কোন নথি লাগবে এবং কোন কোন ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী।

কেন জন্ম শংসাপত্রের সঙ্গে আধার যুক্ত করা জরুরি?

নিচের সুবিধাগুলোর জন্য আধার লিঙ্কিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ—

  • স্কুল/কলেজে ভর্তি সহজ
  • পাসপোর্ট তৈরির প্রক্রিয়া দ্রুত
  • সরকারি প্রকল্পে আবেদন আরও সহজ
  • একটি ডিজিটাল পরিচয় হিসেবে সকল রেকর্ড একসঙ্গে রাখা যায়
  • ভবিষ্যতে ডকুমেন্ট যাচাইয়ের ঝামেলা কমে যায়

জন্ম শংসাপত্র–আধার লিঙ্কিং: কীভাবে করা হয়?

জন্মের পর হাসপাতালে বা রেজিস্ট্রেশন সেন্টারে নবজাতকের তথ্য CRS (Civil Registration System) পোর্টালে পাঠানো হয়। এখন নতুন ব্যবস্থায় সেই সাথেই আধার লিঙ্কিং প্রক্রিয়াও শুরু করা যায়।

ধাপ ১: জন্ম রেজিস্ট্রেশন

হাসপাতালে শিশুর জন্ম হলে যে তথ্যগুলি রেকর্ড হয়—

  • শিশুর নাম বা ‘Unnamed Baby’
  • জন্ম তারিখ ও সময়
  • লিঙ্গ
  • পিতামাতার নাম ও ঠিকানা

এই তথ্য সরাসরি CRS–এ আপলোড করা হয়।

ধাপ ২: আধার লিঙ্কিং শুরু

নতুন ব্যবস্থায় জন্ম রেজিস্ট্রেশনের সময়ই আধার যুক্ত করার একটি অপশন দেওয়া হয়।

  • অভিভাবকের আধার নম্বর দিতে হয়
  • ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই হয়

ধাপ ৩: অস্থায়ী আধার নম্বর জারি

ছোট শিশুর বায়োমেট্রিক নেওয়া যায় না বলে প্রথমে একটি Temporary Aadhaar Number দেওয়া হয়।
শিশুর বায়োমেট্রিক ৫ বছর বয়সে সংগ্রহ করে আপডেট করা হয়।

ধাপ ৪: Birth Certificate + Aadhaar স্বয়ংক্রিয়ভাবে লিঙ্ক

সকল তথ্য মিলে গেলে দুই নথিই ডিজিটালি যুক্ত হয়ে যায়।
এই পুরো প্রক্রিয়ায় অভিভাবককে কোথাও যেতে হয় না।

পুরোনো জন্ম শংসাপত্রে আধার কীভাবে লিঙ্ক করবেন?

যাদের জন্ম শংসাপত্র আগে থেকেই আছে এবং আধারও তৈরি করা আছে—তাদের জন্যও অনলাইনেই সহজে লিঙ্ক করা সম্ভব।

 ধাপ–ধাপে লিঙ্ক করার উপায়

1.CRS ওয়েবসাইট খুলুন

crsorgi.gov.in (General Public Signup)

2. নতুন অ্যাকাউন্ট তৈরি করুন

নাম, মোবাইল ও ইমেল দিয়ে রেজিস্টার করুন।

3. লগ ইন করুন এবং Birth Registration সেকশন খুলুন

4.“Link Aadhaar” অপশন নির্বাচন করুন

5. নিচের তথ্য দিন—

  • জন্ম শংসাপত্রের Registration Number
  • Aadhaar Number
  • মোবাইলে আসা OTP

6️⃣ তথ্য মিললে লিঙ্কিং সঙ্গে সঙ্গে সম্পন্ন হবে

যদি রেকর্ডে ভুল থাকে, প্রথমে জন্ম শংসাপত্র সংশোধন করতে হবে।

UIDAI সেন্টার থেকেও লিঙ্ক করা যায়

কিছু রাজ্যে UIDAI–এর Aadhaar Seva Kendra–তেও জন্ম শংসাপত্র লিঙ্কিং করার সুবিধা দেওয়া হয়েছে।
যদি অনলাইন প্রক্রিয়া করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে সেখান থেকে সাহায্য পাওয়া যায়।

জন্ম শংসাপত্র ও আধার লিঙ্ক করতে যে নথি লাগবে

নীচে টেবিলে সংক্ষেপে দেওয়া হল—

নথি দরকার পড়বে
জন্ম শংসাপত্র বাধ্যতামূলক
আধার কার্ড শিশুর বা পিতামাতার
মোবাইল নম্বর OTP ভেরিফিকেশনের জন্য
ঠিকানা প্রমাণ আধারেই অন্তর্ভুক্ত

জন্ম শংসাপত্র–আধার লিঙ্কিং কেন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে?

  • দেশের সকল জন্ম তথ্য ডিজিটালাইজেশন
  • এক ব্যক্তির এক পরিচয় (Single National ID)
  • সরকারি সুবিধা পাওয়া সহজ
  • স্বাস্থ্য স্কিম, স্কুল ভর্তির রেকর্ড, পাসপোর্ট—সবই দ্রুত সম্পন্ন
  • নথি সত্যতা যাচাইয়ের ঝামেলা কমে যায়

ডিজিটাল যুগে জন্মের শংসাপত্র ও আধার কার্ডকে একসঙ্গে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর লাইনে দাঁড়াতে হয় না, যেকোনও বাড়ি থেকেই অনলাইনে কাজটি সম্পন্ন করা যায়। যারা এখনও লিঙ্ক করেননি, দ্রুত করে নিলে ভবিষ্যতে স্কুল ভর্তি, সরকারি প্রকল্প, পাসপোর্ট সহ নানা গুরুত্বপূর্ণ নথি আপডেট করা অনেক সহজ হবে।