পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় শিক্ষাবৃত্তি Swami Vivekananda Merit-cum-Means Scholarship (SVMCM) নিয়ে এল বড় আপডেট। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনারও এই বিষয়টি জেনে রাখা ভালো। বিকাশ ভবনের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বলা হয়েছে—এবার থেকে রিনিউয়াল আবেদনকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি নতুন সার্টিফিকেট জমা দিতে হবে, যার নাম SVMCM Utilization Certificate। এই সার্টিফিকেট না দিলে রিনিউয়াল আবেদন গ্রহণ করা হবে না এবং স্কলারশিপের টাকা ব্যাঙ্কে আসবে না। তাই যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা এতদিন পর্যন্ত পাচ্ছিলেন তাদের জন্য অবশ্যই এই বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া দরকার।

এই জরুরি আপডেটটি ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বহু পড়ুয়া বছরে একাধিক কোর্স করে অথবা ভুল তথ্য দিয়ে আবেদন করার কারণে স্কলারশিপে অসঙ্গতি দেখা যেত। এবার সেই সমস্যাই সমাধান করতে রাজ্য সরকার এনেছে নতুন ভেরিফিকেশন ব্যবস্থা। এই আপডেটটি আনার মূল কারণ হলো সরকার যাতে যারা যোগ্য এবং বৈধ তাদেরই উপযুক্ত পরিমাণে স্কলারশিপ দেখতে পারে।
SVMCM Utilization Certificate কী? কেন এটি বাধ্যতামূলক?
Swami Vivekananda Scholarship–এর অর্থ ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, সেই বিষয়টি যাচাই করার জন্যই চালু হলো এই নতুন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা এই স্কলারশিপের টাকা এতদিন পর্যন্ত পারছিলেন তারা সকলেই এই সার্টিফিকেট পেয়ে যাবেন।
এই সার্টিফিকেটে নিশ্চিত করতে হবে—
- ছাত্র/ছাত্রী নিয়মিত ক্লাস করছে
- স্কলারশিপের টাকা শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত খরচে ব্যবহৃত হচ্ছে
- একাধিক কোর্স বা একাধিক প্রতিষ্ঠানের স্কলারশিপ নেওয়া হচ্ছে না
- ছাত্রছাত্রীর বর্তমান স্ট্যাটাস শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হয়েছে
আগে এটি ঐচ্ছিক ছিল, তবে ২০২৫ সাল থেকে এটি বাধ্যতামূলক। তবে এর ফলে অনেকে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন বদলের সারাংশ (২০২৫)
| আপডেটের বিষয় | আগের নিয়ম | নতুন নিয়ম (২০২৫) |
|---|---|---|
| Utilization Certificate | দরকার ছিল না | বাধ্যতামূলক |
| Verification | শুধুমাত্র অনলাইন ডকুমেন্ট | স্কুল/কলেজ কর্তৃপক্ষের সইসহ ফিজিক্যাল ফর্ম |
| রিনিউয়াল আবেদন | আগের ডকুমেন্ট যথেষ্ট | অতিরিক্ত সার্টিফিকেট প্রয়োজন |
| স্কলারশিপ ব্যবহারের ব্যাখ্যা | লাগত না | স্পষ্টভাবে ব্যবহার উল্লেখ করতে হবে |
কোথায় পাওয়া যাবে SVMCM Utilization Certificate?
রিনিউয়াল আবেদন করার সময় SVMCM পোর্টালের Document Upload Section–এ গিয়ে উপরে থাকা—
‘Download Utilization Certificate’
বাটনে ক্লিক করে সরাসরি ফর্মটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফর্মটিকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে আপনার স্কুল/কলেজে। এর আগে যে এই স্কলারশিপে টাকা পেয়েছে তারা সবাই এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
কীভাবে তৈরি করবেন এই সার্টিফিকেট? (Step-by-Step Guide)
ধাপ–১:
SVMCM রিনিউয়াল আবেদন পেজে লগইন করুন।
ধাপ–২:
Document Upload সেকশনে গিয়ে “Download Utilization Certificate” বাটনে ক্লিক করুন।
ধাপ–৩:
PDF ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট নিন।
ধাপ–৪:
ফর্মে আপনার নাম, কোর্স, ইনস্টিটিউশনের বিবরণ, স্কলারশিপের টাকা কী কাজে ব্যবহার হয়েছে তা লিখুন।
ধাপ–৫:
ফর্মটি নিয়ে যান আপনার
স্কুল/কলেজের প্রধান শিক্ষক
অথবা
কলেজের প্রিন্সিপালের কাছে।
ধাপ–৬:
তাঁর সই, সিল ও এটেস্টেশন করান।
ধাপ–৭:
স্ক্যান করে SVMCM রিনিউয়াল আবেদনে আপলোড করুন।
কেন এই সার্টিফিকেট চালু করা হয়েছে? (Government Logic)
রাজ্য সরকারের মতে—
- অনেক পড়ুয়া একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে দুই জায়গা থেকে স্কলারশিপ নিচ্ছে। এর ফলে অনেকের সমস্যা সৃষ্টি হচ্ছে।
- কেউ কেউ নিয়মিত ক্লাস করছে না। নিয়মিত ক্লাস তাদের এই স্কুলের টাকা দেওয়া হবে না।
- সরকারী অর্থ শিক্ষা ছাড়া অন্য কাজে ব্যবহার হচ্ছে। হিসাব রাখতে হবে টাকা কোথায় এবং কোন খাতে ব্যবহার করা হলো।
- ভুল তথ্য দিয়ে রিনিউয়াল আবেদন বাড়ছে।
এই সমস্যাগুলো চিহ্নিত করার জন্যই Utilization Certificate বাধ্যতামূলক করা হয়েছে, যা স্কুল বা কলেজ কর্তৃপক্ষ যাচাই করে দেবে।
রিনিউয়ালের সময় কোন কোন ডকুমেন্ট লাগবে? (Updated List 2025)
| ডকুমেন্টের নাম | প্রয়োজনীয়তা |
|---|---|
| SVMCM Utilization Certificate | বাধ্যতামূলক |
| আগের বছরের মার্কশিট | বাধ্যতামূলক |
| অ্যাডমিশন রসিদ / ফি রসিদ | বাধ্যতামূলক |
| ইনস্টিটিউশনের আইডি কার্ড | বাধ্যতামূলক |
| ব্যাঙ্ক পাসবুক (1st page) | লাগবে |
| আয় সার্টিফিকেট | প্রয়োজন হতে পারে |
SVMCM রিনিউয়াল আবেদন — গুরুত্বপূর্ণ সময়সীমা
- ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন ও রিনিউয়াল আবেদন শেষ: বিকাশ ভবনের ঘোষণা অনুসারে
- নতুন সার্টিফিকেট ২০২৫ থেকে বাধ্যতামূলক
আপনি যদি এখনো Utilization Certificate আপলোড না করে থাকেন, তবে খুব দ্রুত এটি সম্পন্ন করা জরুরি।
এই সার্টিফিকেট ছাড়া কী হবে?
যদি ছাত্রছাত্রী রিনিউয়াল আবেদন করার সময় Utilization Certificate জমা না দেয়—
- আবেদন রিজেক্ট হতে পারে
- স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে না
- রিনিউয়ালের সুযোগ নষ্ট হয়ে যেতে পারে
তাই এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ — কেন এত জনপ্রিয়?
Swami Vivekananda Scholarship–এর মূল উদ্দেশ্য—
- মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করা
- রাজ্যের প্রতিটি জেলার ছাত্রছাত্রীকে সমান সুযোগ দেওয়া
- মেরিটকাম-মিনস ভিত্তিক অর্থনৈতিক সহায়তা
স্কলারশিপের পরিমাণ কোর্সভেদে ১২,০০০ টাকা থেকে শুরু করে বার্ষিক ৬০,০০০ টাকা পর্যন্ত।
এই নতুন সার্টিফিকেটই নির্ধারণ করবে টাকার রিনিউয়াল!
২০২৫ সালের নতুন নির্দেশিকা অনুযায়ী, যারা SVMCM স্কলারশিপ রিনিউ করতে চান, তাঁদের জন্য Utilization Certificate জমা দেওয়া একেবারেই বাধ্যতামূলক।
যারা এখনও জানতেন না, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট।
নিজের স্কলারশিপের টাকা পেতে হলে অবশ্যই এই সার্টিফিকেট তৈরি করে সময়মতো আপলোড করুন।

Our team has been engaged in professional content writing for the past 5 years. With extensive experience in creating high-quality, SEO-friendly, and reader-focused articles, we specialize in delivering accurate information on government schemes, education, jobs, technology, and news updates. Our goal is to provide clear, reliable, and engaging content that adds real value to readers while maintaining the highest editorial standards.
