আপনি কি জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী বা চাকরিপ্রার্থী, যিনি এতদিন সরকারি চাকরি বা উচ্চশিক্ষায় কোন সংরক্ষণ সুবিধা পাননি? আপনার আর কোন চিন্তা নেই এবার যারা জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থী তারাই পাবেন সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধায় সর্বাপেক্ষা বেশি সুযোগ-সুবিধা। যারা জেনারেল ক্যাটাগরি চাকরি প্রার্থী তাদের জন্য এবার সুখবর! পশ্চিমবঙ্গ সরকার এখন EWS (Economically Weaker Section) সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়াকে করেছে আরও সহজ ও স্বচ্ছ। বিশেষ করে যারা জেনারেল ক্যাটাগরি চাকরিপ্রার্থী অথবা যারা ওবিসি ক্যাটাগরির চাকরিপ্রার্থী এবং ওবিসির সুযোগ সুবিধা বর্জন করে EWS সার্টিফিকেট বানাতে চান তারা সকলেই এই সার্টিফিকেট বানাতে পারবেন। এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ১০% সংরক্ষণের সুযোগ পাবেন।

 

 EWS সার্টিফিকেট কী?

EWS বা Economically Weaker Section Certificate হলো এমন একটি নথি, যা জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের সুযোগ দেয়। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই সার্টিফিকেটের কথা ঘোষণা করেছেন এবং বলেছেন এই সার্টিফিকেট বানালে ১০% সংরক্ষণ দেওয়া হবে সমস্ত ধরনের সরকারি চাকরিতে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে এখন রাজ্য সরকারও যোগ দিয়েছে, যাতে প্রকৃত দরিদ্র জেনারেল প্রার্থীরা সুবিধা পান। এর ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই ক্যাটাগরি চাকরি প্রার্থীর সংখ্যা খুবই কম এবং সমস্ত ধরনের সরকারি চাকরিতে খুবই কম Cut Off এরা চাকরি পেয়ে যাচ্ছে।

 কারা আবেদন করতে পারবেন?

যেসব প্রার্থীরা SC, ST বা OBC ক্যাটাগরির আওতায় পড়েন না, এবং জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত — তারাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনিও এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন।

যোগ্যতা যাচাই করা হবে নিচের মানদণ্ডের ভিত্তিতে—

  • পরিবারের বার্ষিক আয় ₹8 লক্ষ টাকার নিচে হতে হবে।
  • পরিবারের আবাসন 1000 বর্গফুটের বেশি না হওয়া উচিত।
  • শহর বা গ্রামাঞ্চলে নির্দিষ্ট সীমার মধ্যে জমির আয়তন থাকতে হবে।

সব তথ্য যাচাইয়ের পরই প্রশাসনের পক্ষ থেকে সার্টিফিকেট ইস্যু করা হবে। এক্ষেত্রে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন পত্র জমা দেওয়ার পরে আপনার সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে এবং আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে।

 আবেদন করার পদ্ধতি

EWS সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে দুইভাবে — অনলাইন ও অফলাইন।

 অনলাইন আবেদন

  1. পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. “EWS Certificate Apply Online” অপশনে ক্লিক করুন।
  3. প্রয়োজনীয় তথ্য ও নথি (Income Proof, Identity Proof, Property Details ইত্যাদি) আপলোড করুন।
  4. আবেদন সম্পূর্ণ হলে Application ID নম্বর সংরক্ষণ করুন।
  5. আবেদন যাচাই শেষে সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করা যাবে।

 অফলাইন আবেদন

  1. নিকটবর্তী ব্লক অফিস বা মহাকুমা অফিসে যোগাযোগ করুন।
  2. আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।
  3. ফর্ম জমা দিন এবং রিসিপ্ট সংগ্রহ করুন।
  4. সমস্ত তথ্য যাচাইয়ের পর নির্দিষ্ট সময়ে হাতে পাবেন আপনার EWS সার্টিফিকেট।

 প্রয়োজনীয় নথি

EWS সার্টিফিকেটের জন্য আবেদন করার সময় নিচের নথিগুলি সঙ্গে রাখতে হবে:

  • ভোটার কার্ড / আধার কার্ড / রেশন কার্ড
  • পরিবারের বার্ষিক আয় সংক্রান্ত প্রমাণপত্র
  • জমি বা সম্পত্তির কাগজপত্র (যদি থাকে)
  • আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  • অভিভাবকের পরিচয়পত্র

 কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ?

পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক জেনারেল শ্রেণির প্রার্থী রয়েছেন, যারা অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু কোন সংরক্ষণের সুবিধা পাচ্ছিলেন না।
নতুন নির্দেশিকা কার্যকর হলে—

  • আবেদন প্রক্রিয়া হবে দ্রুত ও স্বচ্ছ,
  • ভুয়ো আবেদনকারীর সংখ্যা কমবে,
  • প্রকৃত প্রার্থীরা সংরক্ষণের সুবিধা পাবেন।

রাজ্য সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে বহু ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীর জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে।

 

সামনেই রাজ্যের একাধিক সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা আসছে। তাই এখনই যদি আপনি EWS সার্টিফিকেটের জন্য আবেদন করেন, তাহলে ভবিষ্যতের প্রতিযোগিতায় আপনার সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে যাবে। এই সুযোগ হাতছাড়া করবেন না—আজই আবেদন করুন! আপনি যদি সরকারি চাকরি করতে আগ্রহী হন তাহলে আর দেরি করবেন না এই সার্টিফিকেটের জন্য দ্রুত যোগাযোগ করে আবেদন করতে পারেন।