পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবার রাজ্যের যুবসমাজের জন্য এক নতুন আশার দিগন্ত উন্মোচিত হয়েছে। পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের এবার উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বা তাদের প্রয়োজন মেটানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এনেছেন নতুন একটি অভিনব উদ্যোগ। এছাড়াও কেউ যদি পড়াশোনার পাশাপাশি কোন ব্যবসা শুরু করতে চান এজন্য টাকার প্রয়োজন হয় সেই চাহিদাও এখান থেকে মেটাতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হয়েছে “Bhabishyat Credit Card Loan Scheme 2025”, যা মূলত রাজ্যের বেকার এবং উচ্চশিক্ষা বা ব্যবসা শুরু করতে আগ্রহী তরুণ-তরুণীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠিত একটি অভিনব প্রকল্প। এখানে ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের তরফ থেকে ক্রেডিট কার্ড দেওয়া হবে যেখানে তারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং তারা তাদের প্রয়োজন অনুযায়ী এই টাকা খরচ করতে পারবেন।

আজকের প্রতিযোগিতামূলক যুগে অনেক শিক্ষিত যুবক-যুবতী নিজেদের উদ্যোগে কিছু করতে চান, কিন্তু অর্থের অভাবে স্বপ্ন পূরণ করতে পারেন না। তাই অর্থের অভাবে যাতে কারো কোনো সমস্যা না হয় সেই দিক লক্ষ্য রেখে এবং সকলের স্বপ্ন বাস্তবায়নের কথা মাথায় রেখে এই স্কিম একটি বাস্তব সমাধান দিচ্ছে। এখন আর লোন পাওয়া মানেই জটিল প্রক্রিয়া নয় — বরং এই কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হবে। সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।

 ভবিষ্যত ক্রেডিট কার্ড স্কিমের মূল উদ্দেশ্য

রাজ্যের তরুণ প্রজন্মকে স্বনির্ভর ও কর্মসংস্থানের সুযোগ দিতে এই প্রকল্পটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। কেউ উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, আবার কেউ নিজের ছোট ব্যবসা শুরু করতে চান — উভয় ক্ষেত্রেই এই ক্রেডিট কার্ড সাহায্য করবে।
সরকারের লক্ষ্য হলো, আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন নিজের প্রতিভা বা পরিকল্পনা থামিয়ে না রাখেন। এর ফলে অর্থনৈতিক সমস্যা যাতে কারো বাধা না হয়ে দাঁড়ায় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক কাঠামোও আরও মজবুত হবে।

 কত টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যাবে?

এই স্কিমের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ₹৫,০০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন।
এর মধ্যে সরকারের পক্ষ থেকে ₹২৫,০০০ পর্যন্ত সাবসিডি (Loan Subsidy) দেওয়া হবে, যাতে টাকা ফেরত দেওয়া সহজ হয়। অর্থাৎ এখান থেকে টাকা নেওয়ার পর সরকারের তরফ থেকে সাবসিডি ও দেওয়া হবে তাই দেখা যাচ্ছে এখানে বেকার যুবক যুবতীদের সরকার বিভিন্নভাবে সাহায্য করছেন।

সবচেয়ে বড় সুবিধা হলো — এই লোনের জন্য কোনো গ্যারান্টার লাগবে না। সরকার নিজে গ্যারান্টার। সরকার নিজেই ১০% পর্যন্ত গ্যারান্টি দেবে, আর বাকি অংশের দায়িত্ব নেবে MSME Trust Fund। অর্থাৎ আপনার যদি এখানে টাকার প্রয়োজন হয় তাহলে আপনিও এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানিয়ে আপনার টাকার চাহিদা মেটাতে পারবেন।

 কারা আবেদন করতে পারবেন?

  1. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্তত ১০ বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে।
  2. বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
  3. একটি পরিবার থেকে কেবল একজন সদস্য আবেদন করতে পারবেন। একটি পরিবারের দুজন সদস্য এই প্রকল্পে আবেদন জানালে একজনকেই টাকা দেওয়া হবে।
  4. আবেদনকারীকে ব্যবসা শুরু, কর্মসংস্থান সৃষ্টি বা উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা থাকতে হবে। এর ফলে অর্থনৈতিক সমস্যা আর কোন বাধা হয়ে থাকবে না।

 প্রয়োজনীয় নথিপত্র

এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। আবেদন জানানোর সময় এই সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে-

  • আবেদনকারীর নিজস্ব আধার কার্ড ও প্যান কার্ড
  • পশ্চিমবঙ্গের ঠিকানার প্রমাণপত্র বা স্থায়ী বাসিন্দার প্রমাণ
  • ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি জেরক্স
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা ব্যবসা পরিকল্পনার নথি

 আবেদন করার পদ্ধতি

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। যারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে হবে। এখানে আবেদন জানানোর জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে। নিচে আবেদন পদ্ধতির সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো-

১. এখানে আবেদন জানানোর পূর্বে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যান 👉 bhabishyatcreditcard.wb.gov.in

২. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরে “Apply Now” বোতামে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করুন।

৩. এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন- নাম, মোবাইল নম্বর, ইমেল ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিন।

৪. নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে এবং ওটিপি ভেরিফিকেশনের পর আবেদন ফর্ম পূরণ করুন।

৫. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্ম সাবমিট করুন।

যদি তথ্য সঠিক থাকে, সরকারি দপ্তর থেকে যাচাই শেষে ১৫-২০ দিনের মধ্যেই লোনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। অথবা আপনাকে একটি ক্রেডিট কার্ড দেওয়া হবে সেই কার্ডে আপনার টাকা থাকবে আপনি আপনার চাহিদা অনুযায়ী সে কার্ড থেকে টাকা সংগ্রহ করতে পারেন।

এই স্কিমের সুবিধাসমূহ এক নজরে

আপনি যদি এখান থেকে টাকা নিতে চান তাহলে আপনি সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন যেগুলি হল-

  • ৫ লক্ষ টাকা পর্যন্ত সহজ লোন
  • ২৫,০০০ টাকার সরকারি সাবসিডি
  • গ্যারান্টার বা জামিনদার প্রয়োজন নেই
  • স্বল্প সুদে পরিশোধের সুযোগ
  • অনলাইন আবেদন ও স্বচ্ছ প্রক্রিয়া

“Bhabishyat Credit Card Loan Scheme 2025” পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের জন্য এক ঐতিহাসিক উদ্যোগ। পশ্চিমবঙ্গের তরুন তরুণীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য রাজ্য সরকার এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম নিয়ে এসেছেন। এই প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনৈতিক সাহায্য নয়, আত্মনির্ভরতার নতুন পথ খুলে যাচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসায়িক উন্নতির জন্য এটি নিঃসন্দেহে রাজ্যের ভবিষ্যৎ গড়ার এক শক্তিশালী পদক্ষেপ। যুব সমাজের স্বপ্ন পূরণের এই সুযোগ হাতছাড়া করবেন না —
আজই আবেদন করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন।