বর্তমান সময়ে ফেসবুক শুধু একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটি এখন এক বিশাল অনলাইন ইনকাম জগৎ। একসময় যেখানে ফেসবুকের ব্যবহার সীমাবদ্ধ ছিল বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার করা বা বিনোদনের মধ্যে, এখন তা সম্পূর্ণভাবে বদলে গেছে। মেটা (Meta)-র নতুন নীতিমালার মাধ্যমে এখন ফেসবুক হয়ে উঠছে এক শক্তিশালী আয়ের প্ল্যাটফর্ম। ঘরে বসে যাঁরা কাজ করতে চান বা নিজের অনলাইন ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এই নতুন সুযোগ হতে পারে জীবনের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়।

আগে ফেসবুক থেকে আয় করা যেত মূলত ভিডিও বা রিলসের মাধ্যমে। কিন্তু এখন Meta নিয়ে এসেছে এক নতুন যুগান্তকারী সুযোগ — ফটো মনিটাইজেশন (Photo Monetization)। এই ফিচারের মাধ্যমে শুধুমাত্র ছবি পোস্ট করেও আয় করা সম্ভব হবে। অর্থাৎ, যারা ভিডিও বানাতে পারেন না বা সময় পান না, তাঁদের জন্যও ফেসবুক এখন ইনকামের নতুন দরজা খুলে দিয়েছে।
নতুন এই ফিচারটি অনেকটা ইউটিউবের ইন-স্ট্রিম অ্যাড বা ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামের মতো কাজ করবে। আপনি যদি নিজের তোলা ছবি বা গ্রাফিক ডিজাইন ফেসবুকে পোস্ট করেন, তাহলে সেই ছবির পাশে বা নিচে বিজ্ঞাপন দেখা যাবে। সেই বিজ্ঞাপন থেকে যে রাজস্ব (Revenue) তৈরি হবে, তার একটি অংশ আপনি পাবেন। অর্থাৎ যত বেশি আপনার পোস্টে ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার হবে — তত বেশি হবে আপনার আয়।
Meta এই নতুন ফিচারের মাধ্যমে মূলত ছোট ও মাঝারি স্তরের ক্রিয়েটরদের ইনকামের সুযোগ দিতে চাইছে। এতদিন বড় ইনফ্লুয়েন্সারদের জন্য যে সুযোগ ছিল, এখন সেটি সাধারণ ক্রিয়েটরদের জন্যও উন্মুক্ত হচ্ছে। ফলে ভিডিও বানানোর ঝামেলা ছাড়াই, শুধুমাত্র আকর্ষণীয় ছবি পোস্ট করে এখন ঘরে বসে ইনকাম করা যাবে।
তবে এই সুবিধা পেতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। প্রথমত, আপনার একটি সক্রিয় Facebook Page থাকতে হবে। দ্বিতীয়ত, সেই পেজে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে এবং নিয়মিত Like, Comment, Share এর মতো এনগেজমেন্ট থাকা জরুরি। এছাড়াও, ফেসবুকের Community Standards ও Monetization Policy অবশ্যই মেনে চলতে হবে। সব কনটেন্ট হতে হবে সম্পূর্ণ Original, অর্থাৎ অন্যের ছবি কপি বা পুনরায় ব্যবহার করা চলবে না।
এই ফিচারটি বিশেষভাবে লাভজনক হবে তাঁদের জন্য, যারা ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করেন। যেমন — ফটোগ্রাফাররা তাঁদের নিজের তোলা ছবি পোস্ট করতে পারেন, গ্রাফিক ডিজাইনাররা নিজের ডিজাইন বা আর্টওয়ার্ক শেয়ার করতে পারেন, ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা তাঁদের ব্র্যান্ড কোলাবোরেশনের ছবি আপলোড করতে পারেন, আবার ট্রাভেল ব্লগাররা তাঁদের ভ্রমণের মুহূর্তগুলো তুলে ধরতে পারেন। এমনকি ডিজিটাল আর্টিস্টরাও নিজেদের তৈরি ইলাস্ট্রেশন বা ক্যানভা ডিজাইন পোস্ট করে আয় করতে পারবেন।
এখন প্রশ্ন হলো — কীভাবে শুরু করবেন? প্রথমে আপনার ফেসবুক পেজে প্রবেশ করে Meta Creator Studio বা Professional Dashboard-এ যান। সেখানে “Monetization Eligibility” নামে একটি সেকশন পাবেন। সেখানে গিয়ে দেখে নিন আপনার পেজ এই সুবিধার জন্য যোগ্য কি না। যদি যোগ্য হন, তাহলে “Enable Monetization” অপশনটি চালু করুন। এরপর নিয়মিত ভালো মানের ছবি পোস্ট করুন, আকর্ষণীয় ক্যাপশন ও ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন। অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ রাখুন, তাঁদের কমেন্টের জবাব দিন এবং শেয়ার করতে উৎসাহিত করুন।
আয়ের দিক থেকে মেটা এখনও নির্দিষ্ট রেট ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে এটি Reels Revenue Sharing-এর মতোই হবে। সাধারণত প্রতি ১,০০০ ভিউতে (Impression) কয়েক সেন্ট থেকে শুরু হতে পারে। পোস্টের রিচ যত বেশি, আয়ও তত বাড়বে। অনেকে ব্র্যান্ড কোলাবোরেশন বা স্পন্সরড পোস্টের মাধ্যমেও অতিরিক্ত ইনকাম করতে পারেন। যদি আপনার পেজে প্রতিদিন এক থেকে দুই লাখ রিচ থাকে, তাহলে মাসে ₹৫০,০০০ থেকে ₹১,০০,০০০ পর্যন্ত আয় করা একেবারেই সম্ভব।
তবে সাফল্য পেতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সর্বদা নিজের তোলা বা তৈরি করা ছবি ব্যবহার করুন, যাতে কপিরাইট সমস্যা না হয়। ছবির মান ও ভিজ্যুয়াল কোয়ালিটি বজায় রাখুন, হাই রেজোলিউশন ছবি দিন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট করুন, যাতে আপনার অডিয়েন্সের সঙ্গে সংযোগ টিকে থাকে। Story এবং Reels-এর মাধ্যমে ফটো পোস্টের প্রচার করুন এবং দর্শকদের সঙ্গে ইনট্যারাকশন বাড়ান। এতে আপনার কনটেন্ট ফেসবুক অ্যালগরিদমে আরও বেশি প্রাধান্য পাবে।
Meta-র এই উদ্যোগ আসলে “Creator Economy”-কে আরও বিস্তৃত করছে। YouTube যেমন ভিডিও কনটেন্ট থেকে আয় করার সুযোগ দেয়, আর Instagram যেমন রিলসের মাধ্যমে ক্রিয়েটরদের উপার্জনের সুযোগ দেয় — তেমনি Facebook এখন নিজস্ব ফটো মনিটাইজেশনের মাধ্যমে সেই প্রতিযোগিতায় নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ ক্রিয়েটর এই সুযোগের মাধ্যমে নিজেদের অনলাইন ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
সব মিলিয়ে বলা যায়, ঘরে বসে আয় করার ইচ্ছা যাঁদের আছে, তাঁদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ। এখন শুধুমাত্র আপনার স্মার্টফোন, সৃজনশীলতা ও নিয়মিত কনটেন্ট পোস্ট করাই হতে পারে আয়ের প্রধান হাতিয়ার। ভিডিও বানানোর প্রয়োজন নেই, শুধু ছবি পোস্ট করেই আপনি হতে পারেন আগামী দিনের একজন সফল ফেসবুক ক্রিয়েটর।
তাই আর দেরি না করে আজই আপনার Facebook Page Monetization সক্রিয় করুন এবং শুরু করুন আপনার ডিজিটাল আয়ের নতুন যাত্রা।

Our team has been engaged in professional content writing for the past 5 years. With extensive experience in creating high-quality, SEO-friendly, and reader-focused articles, we specialize in delivering accurate information on government schemes, education, jobs, technology, and news updates. Our goal is to provide clear, reliable, and engaging content that adds real value to readers while maintaining the highest editorial standards.
